সব
আামেরিকার বিখ্যাত টিভি অভিনেত্রী এস্টেল হ্যারিস মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হলিউডডের জনপ্রিয় এই টেলি তারকা। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৮৯ থেকে ১৯৯৮ পর্যন্ত কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন এস্টেল হ্যারিস।
তার তীক্ষ্ণ গলার আওয়াজ আজও
‘সাইনফিল্ড’প্রেমীদের কানে ভেসে আসে। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এই মায়ের চরিত্রটি সকলের প্রিয়, আবার একই সঙ্গে কেউ সহ্য করতে পারবে না বেশিক্ষণ। ’
‘টয় স্টোরি’তে ‘মিসেস পোট্যাটো হেড’-এর চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরো এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজ, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’তে।
এস্টেলের জন্ম নিউ ইয়র্কে। কিন্তু যৌবন কেটেছে পিটসবার্গ শহরতলিতে। সেখানে তার বাবার লজেন্সের দোকান ছিল। স্কুলে পড়াকালে বিভিন্ন নাটকে অভিনয় করার সময় তিনি বুঝতে পারলেন, তার কথা বলার ভঙ্গি দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি