সব
সিলেট জেলা বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। আজ নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে নিয়ে আসা হয়েছে। এমনটাই জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ বেলা ২টা থেকে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি